প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৩:৫৮
ফরিদগঞ্জে মোতাহের হোসেন পাটোয়ারীর নির্দেশনায় খালেদা জিয়ার জন্মদিন পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ আসর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা পিএনপির উপদেষ্টা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপি পরিবারের সদস্য মোতাহের হোসেন পাটোয়ারীর নির্দেশনায় উপজেলা সদরস্থ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আইকন যুবরাজ আব্দুল মতিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মো. হারুন, উপজেলা বিএনপির সদস্য মো. ফজলুল হক বাচ্চু, মো. মিলন গাজী (সাবেক সভাপতি, ৯ নং ইউনিয়ন বিএনপি), মো. শাহাজাহান গাজী (সাবেক সাধারণ সম্পাদক, ১৪ নং ইউনিয়ন বিএনপি), মোবারক তালুকদার (সাবেক সদস্য, উপজেলা বিএনপি), আলম চৌধুরী (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), মামুনুর রশিদ (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), এমরান হোসেন স্বপন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল), শারমিন করিম (উপজেলা মহিলা দল), মো. হাবিব, মো. মাহিন, মো. আনোয়ার গাজী, মো. আরিফ হাসান, মো. মাহাফুজ আলম, মো. সুমন, মো. সবুজ, মো. রাসেল, মো. সাইফুল, মো. মাহবুব, মোহাম্মদ মাসুদ, আব্দুল কাইয়ুম সুমন, আরিপ তফাদার, পারভেজ হোসেন, মো. কাউসার, মো. রফিকুল ইসলাম, মো. তানজিল হোসেন, অনিক হাসান মাসুম, মো. শরীফ হোসেন, রাসেল সরদার, মো. হাফিজ, অপু পাটোয়ারী সহ বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী ও সমর্থক।