শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৫:২৬

কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালবেলা শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আয়োজনে সনাতন হিন্দু ধর্মের প্রবর্তক মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নগরীর রাণীর বাজারস্থিত রাসস্থলীতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধন শেষে মঙ্গল শোভাযাত্রাটি রাসস্থলী হতে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, ছাতিপট্টি, চকবাজার হয়ে জগন্নাথপুর জগন্নাথদেবের মন্দিরে গমন করে। তৎপর মহেশাঙ্গনে এসে শেষ হয়।

ওই মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু । এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী হাজারো নর-নারী এবং সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এতে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী শ্যামলকৃষ্ণ সাহা এবং সঞ্চালনা করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই।

এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে সন্ধ্যায় নগরীর মহেশাঙ্গনে শ্রী শ্রী কৃষ্ণের পূজা, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়