শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০১:৫৮

১৫ আগস্ট ঘিরে রাতভর উত্তেজনা

ধানমন্ডি ৩২ ও বাংলামোটরে পৃথক ককটেল বিস্ফোরণ

মো: জাকির হোসেন
ধানমন্ডি ৩২ ও বাংলামোটরে পৃথক ককটেল বিস্ফোরণ
ছবি :রাসেল স্কয়ার মোড়ে তাজরিন ফার্মেসির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীতে দুই পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার মোড় এবং দিবাগত রাত পৌনে ১টার দিকে বাংলামোটর মোড় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রথম বিস্ফোরণ ঘটে ধানমন্ডি ৩২-এর পাশে রাসেল স্কয়ার মোড়ে তাজরিন ফার্মেসির সামনে। কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করে। কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। বাস কাউন্টারগুলোর সামনে আতঙ্ক সৃষ্টি হয়।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, “রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের তাজরিন ফার্মেসির সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রমাণ সংগ্রহ করি। তদন্ত চলছে এবং কাউকে এখনো আটক করা হয়নি।”

এরপর একই রাতে, দিবাগত রাত ১২:৪৬ মিনিটের দিকে বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি রূপান্তর সেন্টারের সামনে সড়কে অবস্থিত।

রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অরুক তালুকদার জানান, “আমরা প্রাথমিকভাবে জেনেছি যে রাত পৌনে ১টার দিকে বিস্ফোরণ হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করছেন।”

দুটি বিস্ফোরণেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়