শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৯

চাঁদপুরকে এগিয়ে নিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরকে এগিয়ে নিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো

চাঁদপুর প্রেসক্লাব মিডিয়া কাপ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কামরুজ্জামান স্মৃতি ক্যারাম বোর্ড, মোহাম্মদ হোসেন খান স্মৃতি দাবা ও ইকরাম চৌধুরী স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা হয়। এর আগে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য ও জুলাই-আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন (মেহেদী হাসান)।

প্রধান অতিথি বলেন, সাংবাদিক আর আইনজীবীদের পেশা একই পেশা। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। আমরা আইনজীবীরা সাংবাদিকদের জন্যে আইনী লড়াই করবো। চাঁদপুরকে এগিয়ে নিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমরা একে অপরের পরিপূরক। সাংবাদিকদের পাশে থাকা মহতী কাজ। আপনাদের পাশে থাকতে চাই। তিনি বলেন, খেলাধুলা ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। যে কোনো প্রয়োজনে আইনজীবী সমিতি আপনাদের পাশে থাকবে।

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মাহবুবুর রহমান সুমন, বর্তমান কমিটির সিনিয়র কার্যকরী সদস্য মুনির চৌধুরী, সহ-সভাপতি আলম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল, মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, কার্যকরী সদস্য জাকির হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়