প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ০০:০০
নবজাগরণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী সম্পন্ন
ক্রীড়াচর্চার ক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে : মোঃ জিল্লুর রহমান জুয়েল

আনন্দঘন পরিবেশে চাঁদপুর শহরের হাজী মহসীন রোডস্থ নবজাগরণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার দুপুরে ডিএন হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, খেলার মাঠ সংকটের কারণে আমাদের এ ক্লাবের খেলোয়াড়রা নিষ্ক্রিয় ছিলো। তাই অতি দ্রুত একটি খেলার মাঠ নির্ধারণ করে ক্লাবটির সকল কার্যক্রম গতিশীল করার ব্যবস্থা করতে হবে। যাতে করে খেলোয়াড়রা উজ্জ্বীবিত হয়ে পুনরায় বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে এ ক্লাবের সুনাম বাড়াতে পারে। তাই দ্রুত নতুন কমিটিসহ ক্লাব ফান্ড গঠন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া এগিয়ে নিতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। ক্রীড়াচর্চার ক্ষেত্রে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
|আরো খবর
সংঠগনের সভাপতি শাহআলম মৃধার সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক ঝন্টু দাস ও আমির হোসেন বাপ্পীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, অস্ট্রেলিয়া প্রবাসী ও নার্গিস হোটেলের মালিক জাকির হোসেন প্রধানীয়া, সংগঠনের সাবেক সহ-সভাপতি মাহমুদ আহমেদ মিঠু, আঃ খালেক মিয়াজী, মশিউর রহমান শাহিন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, ক্রীড়ানুরাগী বদর উদ্দিন আখন্দ, ডাঃ এম.এ. মাসুদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন টিএফটি গ্যাস স্যলুশনের পরিচালক হারুন উর রশিদ।
উল্লেখ্য, নবজাগরণ ক্রীড়াচক্র ও সমাজকল্যাণ সংগঠন ১৯৮৪ সালের ২৭ জুলাই প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর জেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, দাবা ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে ক্লাবটি ফুটবল ও ক্রিকেটে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এরপর দীর্ঘদিন ক্লাবের সকল কার্যক্রম বন্ধ ছিলো। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবটি নতুন উদ্যমে আবারো যাত্রা শুরু করে।