প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০২:০১
ফরিদগঞ্জের নবাগত ইউএনও'র সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ফরিদগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরিদগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতৃবৃন্দ।
|আরো খবর
রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলার যুগ্ম সমন্বয়কারী ও ফরিদগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান শরীফুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল নবাগত ইউএনওকে ফরিদগঞ্জে স্বাগত জানান। এ সময় ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে এনিসিপি নেতৃবৃন্দ ইউএনওকে সহেযোগিতার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী সৈকত আমিন, উপজেলা এনসিপি সদস্য জিহাদুল ইসলাম, মাহমুদুল হাসান, রিয়াদ হোসেন, আশরাফ উদ্দিন, রাকিব পাঠান, উপজেলা যুব উইংস নেতা মাহবুব রাব্বানী, গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা ফাহিম গাজী ও তানভীর ইসলাম ফুয়াদ। এর আগে নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপি নেতৃবৃন্দ।