বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৮

ফরিদগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণতন্ত্রহীন গোটা বাংলাদেশ ছিলো এক কারাগার -----মোতাহার হোসেন পাটওয়ারী

নুরুল ইসলাম ফরহাদ।।
গণতন্ত্রহীন গোটা বাংলাদেশ ছিলো এক কারাগার    -----মোতাহার হোসেন পাটওয়ারী
মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।

জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন পাটওয়ারীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আনন্দ র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন প্রাঙ্গণে এসে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মোতাহার হোসেন পাটওয়ারী ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।

আনন্দ শোভাযাত্রায় বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাপক, ঢাকা মহানগর যুবদলের সদস্য মনোয়ারুল হক মানিক, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জিএস মামুন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক এমরান হোসেন স্বপন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল কায়েম সুমন, ছাত্রদল নেতা পারভেজ প্রমুখ।

সমাবেশে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ১৭ বছর মানুষ অবরুদ্ধ ছিলো। মুক্তকণ্ঠে কথা বলার স্বাধীনতা ছিলো না। গণতন্ত্রহীন গোটা বাংলাদেশ ছিলো এক কারাগার। আজ জাতি স্বাধীনভাবে শ্বাস নিতে পারছে। গণতান্ত্রিক একটি নির্বাচন দেখার আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে সাধারণ মানুষ। আশা করি, বাংলাদেশের অহঙ্কার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেই নমিনেশন দেবেন যার দলে অবদান আছে। আমাদের অনেক নেতা রয়েছেন যারা ওই বিভীষিকাময় সময়ে ধৈর্য হারিয়ে আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে চলেছেন। অথচ আমি ১৩টি মামলার আসামি। ব্যবসায়িকভাবে আমি আওয়ামী লীগ দ্বারা চরমভাবে ক্ষতিগ্রস্ত। অপরাধ শুধু একটাই, আমি মনেপ্রাণে বিএনপি করতাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়