বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

গঠনতন্ত্র অনুমোদন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

চাঁদপুর সুইমিং ক্লাব ও অরুন নন্দী সুইমিং ক্লাবের যৌথ সাধারণ সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর সুইমিং ক্লাব ও অরুন নন্দী সুইমিং ক্লাবের যৌথ সাধারণ সভা

চাঁদপুরের দুটি বিখ্যাত সাঁতার সংগঠন চাঁদপুর সুইমিং ক্লাব ও অরুন নন্দী সুইমিং ক্লাবের যৌথ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপ্রধানের দায়িত্বপালন করেন চাঁদপুর সুইমিং ক্লাবের সভাপতি কাজী শাহাদাত। প্রধান অতিথি ছিলেন অরুন নন্দী সুইমিং ক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার। স্বাগত বক্তব্য রাখেন ও গঠনতন্ত্রের খসড়া পাঠ করে শোনান চাঁদপুর সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম। গঠনতন্ত্রের সংযোজন ও সংশোধন বিষয়ে আলোচনা করেন অরুন নন্দী সুইমিং ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান। অফিসের জন্যে আবেদন সহ আরো কিছু বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সুইমিং ক্লাবের সহ-সভাপতি তপন চন্দ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অরুন নন্দী সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ছানাউল্লাহ খান।

সভায় চাঁদপুর সুইমিং ক্লাবের সদস্য নুরুর রহমান নুরু ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে ৮১ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় স্থান অর্জন করায় অভিনন্দন জানানো হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়