প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪
ঝুঁকিপূর্ণ মতলব-গৌরীপুর-পেন্নাই সড়ক
দেড় শতাধিক বাঁক : চরম জনদুর্ভোগ

গৌরীপুর-পেন্নাই সড়ক চাঁদপুরের একটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়ক। এটি মূলত মতলব-পেন্নাই-গৌরীপুর সংযোগ সড়ক, যা চাঁদপুরকে ঢাকার সাথে সংযুক্ত করে। এখানে প্রায় দেড় শতাধিক বাঁক রয়েছে, যা একে দুর্ঘটনাপ্রবণ করে তুলেছে। এখানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে। বেহাল দশার এই সড়ক এখন জনসাধারণের জন্যে চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
|আরো খবর
এ সড়কটি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায় এবং এরপর থেকে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।
মতলব-গৌরীপুর-পেন্নাই সড়কের অবস্থা অত্যন্ত বেহাল ও ঝুঁকিপূর্ণ। মতলব বাজারের পর থেকে গৌরীপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন স্থানে বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কেই রয়েছে দেড় শতাধিক বাঁক। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
যানবাহনের চালকরা জানান, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও থেকে দাউদকান্দির গৌরীপুর অংশের পেন্নাই পর্যন্ত অসংখ্য বাঁক রয়েছে। এ বাঁকগুলো সংস্কার করা জরুরি। শুধু বাঁক নয়, সড়কের সামগ্রিক অবস্থাও অত্যন্ত খারাপ।
বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলে জানা যায়, এটি একটি আঞ্চলিক মহাসড়ক হওয়া সত্ত্বেও এর বেহাল দশা অব্যাহত। জায়গায় জায়গায় গর্ত ও বাঁকের কারণে এ সড়কটি মানুষের জন্য হয়ে উঠেছে মরণ ফাঁদ। মানুষের জীবন রক্ষায় এ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, এ সড়কটি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও পর্যন্ত চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের আওতায়। অতিবৃষ্টির ফলে সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। মেরামতের জন্যে ঠিকাদার নিয়োগের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আমাদের অংশের মেরামতের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে কাজ শুরু করা যাবে।
ডিসিকে/এমজেডএইচ