প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৯
জয়নুল কারাতে সেন্টারের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান
বাংলাদেশ কারাতে ফেডারেশনের কর্মকর্তাদের চাঁদপুর সফর

বাংলাদেশ কারাতে ফেডারেশনের শীর্ষ পর্যায়ের ১১ জন কর্মকর্তা চাঁদপুরের ঐতিহ্যবাহী জয়নুল কারাতে সেন্টার পরিদর্শন করেছেন।
|আরো খবর
শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে কারাতে ফেডারেশনের কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা জয়নুল কারাতে সেন্টারের জন্যে কারাতের বিভিন্ন সামগ্রী প্রদান করেন, যা সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করে। অগামীতে জয়নুল কারাতে সেন্টার এগিয়ে যেতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, বাকী বিল্লাহ মারুফ, সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মুহাম্মাদ আবুল কালাম আজাদ, সহ-কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, ওয়েব মাস্টার আসফিরা সুলতানা, সদস্য নাজমুন সাহাদাত, মকবুল হোসেন মুকুল, হোসেন খাঁন সান ও মো. লোকমান হোসেন।
চাঁদপুর জয়নুল কারাতে সেন্টারের স্বত্বাধিকারী মো. জয়নাল আবেদীন বলেন, জয়নুল কারাতে সেন্টারটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জয়নুল কারাতে সেন্টারটি খুব ভালোভাবে পরিচালিত হয়ে আসছে। যদিও বর্তমানে কিছু সমস্যার কারণে কিছুটা পিছিয়ে আছে, তবে খুব শিগগিরই আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আশাবাদী।
তিনি আরো জানান, বাংলাদেশ সিতোরিউ কারাতের শাখা জয়নুল কারাতে সেন্টারে খোলা হয়েছে।
বাংলাদেশ কারাতে ফেডারেশনের এমন সফরে চাঁদপুরের ক্রীড়াপ্রেমীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মনে করেন, এ উদ্যোগ চাঁদপুরে কারাতে ও মার্শাল আর্টের প্রসার ও বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।