প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৩
১৩ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) চাঁদপুর সদর উপজেলা বিএনপি ও চাঁদপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে। এ
|আরো খবর
প্রধান অতিথি কর্তৃক জাতীয় পতাকা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।
সম্মেলনে পূর্ণাঙ্গ গণতান্ত্রিকতাবে আগামী ২ বছরের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের জন্যে চাঁদপুর জেলা বিএনপি ৩ সদস্য বিশিষ্ট একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে।নির্বাচন কমিশন : ১) অ্যাডভোকেট রফিকুল হাছান রীপন, প্রধান নির্বাচন কমিশনার, ২) অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা, কমিশনার, ৩) অ্যাডভোকেট কাজী মো. খায়রুল হাছান জুম্মন, কমিশনার। এ নির্বাচন কমিশনকে চাঁদপুর সদর উপজেলা ও চাঁদপুর পৌর বিএনপির সম্মেলন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্যে নির্বাচনী তফসিল ঘোষণা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম প্রস্তুত ও বিতরণ, ফরমের মূল্য নির্ধারণ, মনোনয়নের জন্যে জামানতের টাকা নির্ধারণ, ব্যালট পেপার ছাপানো ও প্রতীক বরাদ্দ করা সহ যাবতীয় কার্যক্রম গ্রহণে চাঁদপুর জেলা বিএনপি দায়িত্ব প্রদান করেছে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানান।