সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

হাইমচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ কোনো অপকর্ম করলে দল থেকে বহিষ্কার করা হবে ----শেখ ফরিদ আহমেদ মানিক

মো. সাজ্জাদ হোসেন রনি।।
বিএনপির নাম ভাঙ্গিয়ে  কেউ কোনো অপকর্ম করলে দল থেকে বহিষ্কার করা হবে  ----শেখ ফরিদ আহমেদ মানিক
হাইমচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় হাইমচর উপজেলা সদরের তেলিরমোড় বেড়িবাঁধ হতে র‌্যালিটি বের হয়ে আলগীবাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদর্শ শিশু নিকেতন স্কুলের সামনে এসে শেষ হয়। এ সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হলেও, দেশে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক দিন দিন বেড়েই চলেছে। কিছু দুষ্কৃতকারীর উদ্দেশ্যে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, হাইমচরে কোনো ধরনের ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক থাকবে না। আপনারা নিজ নিজ এলাকায় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, ভূমিদখল করে, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা সবাই নেতা ও কর্মী, জনগণের সেবক হিসেবে সেবা করে যেতে চাই।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে র‌্যালিটিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক খান, মিজানুর রহমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, বিল্লাল হোসেন আখন, সরদার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতওয়াল, মো. আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদ আখন, সাধারণ সম্পাদক মো. মিলাদ হোসেন মাঝি, হাইমচর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. আহসান হাবিব, সাধারণ সম্পাদক মো. ফয়েজ আহমেদ, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারীসহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়