শনিবার, ১৬ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২০:৩৮

বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে -----------অ্যাডঃ বোরহান উদ্দিন

মাহবুব আলম লাভলু॥
বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে -----------অ্যাডঃ বোরহান উদ্দিন
মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাডঃ বোরহান উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চীফ প্রসিকিউটর (বিজিপি) অ্যাডঃ বোরহান উদ্দিন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, ওসি রবিউল হক, বীর মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, সুজাতপুর ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি হিসেবে অ্যাডঃ বোরহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়