রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২২:০৩

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে  জন্মাষ্টমী উদযাপন

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়ণ জিউর আখড়া থেকে র‍্যালীটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপরে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

র‍্যালী পূর্ববর্তী আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিধুভূষণ রায় সুজন।

সাধারণ সম্পাদক রতন সরকার এবং জন্মাষ্টমী উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক নীহার রঞ্জন হালদার মিলনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুহিদাস বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীশ্রী রাজালক্ষ্মী নারায়ণ জিউর আখড়া পরিচালনা পর্ষদের সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কুমার কর্মকার, তাপস সাহা এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি লিটন পাল।উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রাণ কৃষ্ণ সাহা মনা, পৌর শাখার সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সাংগঠনিক সম্পাদক অজয় সরকার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সহ-সভাপতি প্রশান্ত পাল, সুজন চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক গোপাল সাহা, শিমুল শিকদার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহ-সাংগঠনিক বাবুল দাস, রাজন বণিক, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সহ-কোষাধ্যক্ষ রিপন সাহাসহ উপজেলা ও পৌর এলাকার কয়েক হাজার ভক্তবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়