বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২০:৩২

চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড বিএন‌পির ১নং মহল্লা ক‌মি‌টির প্রাথ‌মিক সদস‌্য সংগ্রহ ও নবায়ন কর্মসূ‌চি

এক‌টি চক্র নির্বাচন বানচাল কর‌তে মা‌ঠে নে‌মে‌ছে ---- ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ম‌ুনির চৌধুরী

অনলাইন ডেস্ক
এক‌টি চক্র নির্বাচন বানচাল কর‌তে মা‌ঠে নে‌মে‌ছে ---- ‌জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ম‌ুনির চৌধুরী

চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ড বিএন‌পির ১নং মহল্লা ক‌মি‌টির প্রাথ‌মিক সদস‌্য সংগ্রহ ও নবায়ন কর্মসূ‌চির উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। ৭নং ওয়ার্ড বিএন‌পি ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বি‌কে‌লে যমুনা রো‌ডে কর্মসূ‌চির উ‌দ্বোধনী‌তে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক ম‌ুনির চৌধুরী। এ সময় তি‌নি ব‌লেন, জিয়াউর রহমা‌ন সা‌হে‌বের সময় থে‌কে এখন পর্যন্ত আ‌মি আ‌ছি, অদ‌্যাব‌ধি দল বদল ক‌রি নি। আপনারা সক‌লে দ‌লের প্রাথ‌মিক সদস‌্য প‌দের ফরম পূরণ করুন। আপনারা ঘ‌রে ঘ‌রে গি‌য়ে খা‌লেদা জিয়া, তা‌রেক জিয়া ও মা‌নিক ভাই‌য়ের সালাম জানা‌বেন। সা‌থে সাথে ধা‌নের শী‌ষে ভোট দেওয়ার জন‌্যে আহ্বান জানা‌বেন। বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নি। তাই সকল‌কে ভোট কে‌ন্দ্রে আসার আহ্বান জানা‌বেন। এ সদস‌্য ফর‌মের তথ‌্যা‌দি ক‌ম্পিউটারে সংরক্ষিত থাক‌বে। প্রত্যেক নির্বাচ‌নে সি‌ট ভাগাভা‌গি ক‌রে ক‌য়েক‌টি আসন পায় এমন এক‌টি চক্র নির্বাচন বানচাল কর‌তে মা‌ঠে নে‌মে‌ছে। তারা ২০০১ সা‌লে আমা‌দের সা‌থে এ‌সে মন্ত্রীত্ব নি‌য়ে‌ছে। এক‌টি দল পিআর ক‌রে চিল্লায় আর ত‌লে ত‌লে সিট চায়।

৭নং ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি

মোস্তফা মালের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক মো. ক‌বির হো‌সেন সরদারের প‌রিচালনায় ‌বি‌শেষ অ‌তি‌থি জেলা বিএন‌পির প‌রি‌বেশ বিষয়ক সম্পাদক মো. সালাহ উ‌দ্দিন সে‌লিম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আ‌লী সরকার, সহ-যুব বিষয়ক সম্পাদক দ্বীন মো. জিল্লু বেপারী, সদস‌্য হাজী সামছুল হক প্রধা‌নিয়া, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক শামছুল আলম সূর্য, পৌর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ফ‌য়েক ঢালী ও সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ম আহ্বায়ক হা‌সেম গাজী।

বক্তারা ব‌লেন, বিগত ১৭ বছর আমরা ভোট দি‌তে পা‌রি নি। জাতীয় নির্বাচ‌নের মাস ঘো‌ষিত হ‌য়ে‌ছে, তাই আমরা ধা‌নের শী‌ষের প্রা‌র্থী মা‌নিক ভাই‌য়ের জ‌য়ের জন‌্যে এখন থে‌কে কাজ ক‌রে যাবো। আমা‌দের ঘ‌রে ঘ‌রে গি‌য়ে সকল‌কে বুঝা‌তে হ‌বে, তা‌রেক রহমা‌নের ৩১ দফা প্রচার কর‌তে হ‌বে। জামায়াত বি‌ভিন্নভা‌বে ধর্মীয় দোহাই দি‌য়ে জনগণ‌কে ভুল বুঝা‌চ্ছে। তারা বল‌ছে, দা‌ঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত মিল‌বে। আপনারা জামা‌তের এ বিভ্রা‌ন্তিকর কথায় কান দি‌বেন না। সকল ওয়া‌র্ডের থে‌কে ৭নং ওয়ার্ডে ধা‌নের শী‌ষের প্রতী‌কে বেশি ভোট আস‌বে ব‌লে আমরা ম‌নে ক‌রি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ৭নং ওয়ার্ড বিএন‌পির ১নং মহল্লা ক‌মি‌টির সভাপ‌তি কা‌শেম প্রধানীয়া, সাধারণ সম্পাদক ম‌নির হো‌সেন বেপারী, সাংগঠ‌নিক সম্পাদক জ‌মির দেওয়ান, মহল্লা যুবদ‌লের সভাপ‌তি মা‌নিক দেওয়ান ও র‌হিম মোল্লা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়