বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৭:৫৭

মতলবে ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও  নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মতলব পৌর ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সদস্য নবায়ন ফরম বিতরণ করছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন প্রধান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মতলব পৌর ৬নং ওয়ার্ডের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকেলে মোল্লা ও ফকির বাড়ির পেন্নাই সড়ক সংলগ্ন এলাকায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।
৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে মতলব পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজমত হোসেন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।
বক্তব্য রাখেন মতলব পৌর মৎস্যজীবী দলের সভাপতি আলমগীর মোল্লা, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান লিটন মৃধা, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল প্রধান, পৌর যুবদল নেতা মো. আমির খাঁন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রাব্বি মৃধা, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন মুন্সী, বিএনপি নেতা ও চৌধুরী বিল্ডার্স কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ চৌধুরী প্রমুখ।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের সদসদ্যবৃন্দ উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়