প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:২২
জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জেলা গণফোরামের আলোচনা সভা
জনগণের আন্দোলনেই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে
-- কেন্দ্রীয় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী

জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুর জেলা গণফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের আন্দোলনেই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।” বর্ষপূর্তি উপলক্ষে সারা বাংলাদেশেই গণফোরামের আলোচনা ও র্যালির আয়োজন করা হয়েছে।
জুলাই আহত ও নিহতদের স্মরণে চাঁদপুরে আলোচনা ও স্মরণ সভায় অংশ নেয় সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণসহ চিকিৎসা এবং সমাজে পুনর্বাসনের উপর গুরুত্বারোপ করেন তিনি।
ফ্যাসিবাদীদের পুনরায় মাথাচাড়া দিয়ে উঠা রোধে সকল দল ও মতের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান অ্যাড. সুব্রত চৌধুরী।
চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. সুরাইয়া বেগম ও অ্যাড. সাইফুল ইসলাম।
শহর গণফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন মিয়াজির পরিচালনায় বক্তব্য রাখেন:
জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, জেলা যুব গণফোরামের আহ্বায়ক আলমগীর খান, মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক শরিয়তুন্নেছা শিল্পী ও ফরিদগঞ্জ থানার সভাপতি মামুন হোসেন।
ডিসিকে/এমজেডএইচ