বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০০:০৩

জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ সম্পন্ন

চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

এম এ গাফফার ।।
জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫-এর সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণ সম্পন্ন

'আমার চোখে জুলাই বিপ্লব' এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে জুলাই বিপ্লব ২০২৫ বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

তিনদিনের এ বিতর্ক প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে রেজিস্ট্রেশন করে ৩৬টি দল এবং অংশগ্রহণ করে মোট ৩২টি দল। এর মধ্যে কলেজের ১৬টি দল এবং স্কুলের ১৬টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে ৮টি কলেজ ও ৮টি স্কুল বিজয় লাভ করে। দ্বিতীয় রাউন্ডে ৪টি কলেজ ও ৪টি স্কুল জয়লাভ করে।

ফাইনালে কলেজ পর্যায়ে চাঁদপুর সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজ এবং স্কুল পর্যায়ে চাঁদপুর সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। স্কুল পর্যায়ে রানার আপ হয় মাতৃপীঠ এবং চ্যাম্পিয়ন হয় বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়।

কলেজ পর্যায়ে রানার আপ হয় চাঁদপুর সরকারি কলেজ এবং চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সরকারি মহিলা কলেজ। এ সময় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিতর্কে একজন ব্যক্তির আস্থা তৈরি হয়। একজন বিতার্কিক বাস্তববাদী হয়। বিতার্কিকরা সব সময় যুক্তিবাদী হয়। তারা যুক্তি দিয়ে কথা বলা ও উপস্থাপন করা পছন্দ করেন।

তিনি আরো বলেন, নিজেকে যোগ্যতাসম্পন্ন হতে হবে, কোয়ালিটি সম্পন্ন হতে হবে। সব সময় নিজেকে যোগ্যতাসম্পন্ন হিসেবে তৈরি করার মানসিকতা থাকতে হবে।

ডিডিএলজি ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আবদুল মাননান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ‌ড. মো. ইকবালুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।‌

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের মাসুম সরকার, নারায়ণপুর ডিগ্রি কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ আরিফ বিল্লাহ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ফারজানা ইয়াছমিন, জেলা পরিষদ প্রকৌশলী শাহাদাত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালাউদ্দিন, বিতর্ক প্রতিযোগিতায় দায়িত্বে থাকা বিচারকগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন ডিবেট ক্লাব অফ চাঁদপুর-এর সভাপতি মো. মেহেদী হাসান ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক মো. ফাহাদ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়