প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৫:১৮
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ
ফ্যাসিবাদী শক্তির পতন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৪ সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।
|আরো খবর
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল , শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আল মদিনা হাসপাতাল থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।