প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২১:১৮
ফরিদগঞ্জে মোতাহার পাটওয়ারীর জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করেছেন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি বিজয় র্যালি করেছেন। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দিবসটি পালন করা হয়।
|আরো খবর
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক, বর্তমান নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকাল ৫ টায় বৃষ্টিতে ভিজে ভিজে বিজয় র্যালি বের করা হয়। ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাথা থেকে র্যালিটি শুরু হয়। ফরিদগঞ্জ পূর্ব বাজার, কালির বাজার চৌরাস্তা হয়ে বাস স্ট্যান্ডে এসে র্যালিটি শেষ হয়। বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় র্যালিটি--‘পালাইছেরে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খালেদা জিয়ার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই।’ র্যালিতে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন অর রশিদ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, বিএনপি নেতা মজিবুর রহমান ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, মহিলা দলের নেত্রী শারমিন করিমসহ শত শত নেতাকর্মী।