প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৪:১৪
কচুয়ায় মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

কচুয়া থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট ২০২৫ ) ভোরে গোপালগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে নওমুসলিম আলী বিজয়কে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে কচুয়া উপজেলা থেকে আটক করা হয় মো. শাহ আলমকে।
নওমুসলিম মো. আলী বিজয় মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি এলাকার পরিমল সরকারের ছেলে ও অপরজন কচুয়া উপজেলার সানন্দকরা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. শাহ আলম।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, গেলো ৩ জুলাই আবু সুফিয়ান নামের এক ভুক্তভোগী মোটরসাইকেল চুরি হয়েছে মর্মে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ ৪ আগস্ট গোপালগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে মো. আলী বিজয়কে আটক করে। উদ্ধার করা হয় চুরি হওয়া মোটরসাইকেলটিও। সকালে আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।