বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২:৫১

জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এ সভায় বক্তারা বলেন, ‘'জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের শুরু থেকেই সকল আন্দোলন সংগ্রামে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আলেমরা অংশগ্রহণ করার ফলে আন্দোলনে সহজেই বিজয় অর্জন হয়েছে।'’

তাঁরা আরো বলেন, ‘'এ গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এ ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।’'

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিফজুল কুরআন গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান দেওয়ান এবং জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম । সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকার।

সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুস সালাম ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়