শনিবার, ১৯ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ২১:৩৩

জুলাই শহীদদের স্মরণে ফরিদগঞ্জে বিএনপির মৌন মিছিল

জুলাই শহীদদের কারণেই আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি : আলহাজ্ব এমএ হান্নান

প্রবীর চক্রবর্তী ও শামীম হাসান
জুলাই শহীদদের কারণেই আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি : আলহাজ্ব এমএ হান্নান

জুলাই শহীদদের স্মরণে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলালের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান।

তিনি বলেন, ৩৬ জুলাই আমাদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হয়ে থাকবে। কারণ, সেদিন আমরা ১৭ বছরের জঞ্জাল তথা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি। আমাদের মনে রাখতে হবে, জুলাই শহীদদের কারণে আমরা দলমত নির্বিশেষ সকলে মিলে আওয়ামী দুঃশাসন তথা ফ্যাসিস্টদের বিতাড়িত করতে পেরেছিলাম। তাদের স্মরণেই আজকের এই মৌন মিছিল ও সমাবেশ। আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। জুলাই শহীদরা আমাদের নতুন বাংলাদেশ উপহার দিলেও একটি প্রতিক্রিয়াশীল চক্র জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে বিপন্ন করে জেলের ঘানি টেনেছেন বলেই আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। তাঁর আপসহীনতা ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে বিএনপি আজ দেশের বৃহত্তম রাজনৈতিক দল। কিন্তু একটি ধর্মীয় লেবাসধারী রাজনৈতিক দল ও পীরের দল, সাথে কিংস পার্টি আবারো বিএনপিকে নিয়ে কুৎসা রটাচ্ছে। আামাদের নেতাদের হেয় করে বক্তব্য দিচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত ৫ আগস্টের পর থেকে ফরিদগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বারবার সতর্ক করেছি। কোনো হয়রানি, চাঁদাবাজি এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে দেইনি। তারপরও যদি কেউ করে তবে তার রক্ষা নেই। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী শাওনসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়