শুক্রবার, ১৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ মে ২০২৫, ২২:০৩

কুমিল্লায় বিএনপির সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ

এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে : মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টার
এই সরকারের কাছ থেকে আমাদের নির্বাচন আদায় করে নিতে হবে  : মির্জা আব্বাস

কুমিল্লা বিভাগে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিতরণের জন্য বিএনপির সদস্য ফরম সংগ্রহ করেছেন।

চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন টিমের প্রধান ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, হাজী মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালি, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, কৃষক দল কেন্দ্রীয় নেতা এনায়েত উল্লাহ খোকন, বিএনপি নেত্রী পিপি অ্যাড. কুহিনুর বেগম, নাসরিন বেগম, সদর উপজেলা বিএনপি নেতা অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি আকতার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের শামসুল আরেফিন খান, সামছুল আলম সূর্যসহ অন্য নেতৃবৃন্দ।

কুমিল্লা বিভাগীয় এই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আগে বিএনপির শত্রু ছিলো আওয়ামী লীগ। এখন বিএনপির অনেক শত্রু। তাই নির্বাচন দিচ্ছে না। নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা নিশ্চিত। তাই নির্বাচনের কথা বললে ওদের গায়ে জ্বালা শুরু হয়। ১৭ বছর বিএনপি নির্বাচনের জন্যে আন্দোলন করেছে। আন্দোলন করে আওয়ামী লীগকে দুর্বল করায় জুলাই গণঅভ্যুত্থানে তাদের পতন হয়েছে।

এই সরকারের ব্যর্থতা ও অভিযোগ নিয়ে কোনো গণমাধ্যমে সংবাদ করা হয় না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই সরকারের বিরুদ্ধে পত্রিকা, অনলাইন, টিভি মিডিয়াতে কোনো সমালোচনা নেই। আওয়ামী লীগের আমলে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিলো না, এখনও একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি আমরা। তাই দলীয় নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে। এই সরকারের কাছ থেকে আমাদেরকে নির্বাচন আদায় করে নিতে হবে।

মির্জা আব্বাস বলেন, ৫ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। আমরা বলেছি চাঁদাবাজদের ধরেন। এখন তো বিএনপি ক্ষমতায় নেই। তাহলে যারা চাঁদাবাজি করে তাদের ধরেন। কই তাদের তো ধরা হচ্ছে না। গত আট মাসে দেশ থেকে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যেই অভিযোগে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, এখনও তো সেই অভিযোগ আছে। সাহস থাকলে তাদেরও ধরেন। কিন্তু আপনাদের সেই সাহস নেই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল। সভা সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

এ বিষয়ে বাবুল খান জানান, বিএনপি পুরাতনদের সদস্য পদ নবায়ন করছে। এক্ষেত্রে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সদস্য পদ নবায়ন হবে। নতুন সদস্য দলে অন্তর্ভুক্ত করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিভাগীয় সভায় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা বিএনপির সদস্য ফরম নিয়েছি। পর্যায়ক্রমে দলের সব শাখায় এ বিতরণ কর্মসূচি চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়