প্রকাশ : ০১ মে ২০২৫, ১৭:০২
মতলব দক্ষিণে জামায়াতের ওলামা বিভাগের সম্মেলন সম্পন্ন
বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য : জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা এবং পৌর শাখার উদ্যোগে ওলামা বিভাগের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ৯টায় উপজেলার আল বারাকা মডেল স্কুলের মাঠে এ সম্মেলন সম্পন্ন হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাও. ওবায়দুল্লাহর সভাপ্রধানে এবং ওলামা বিভাগ মতলব পৌর সভাপতি মাও. খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সাবেক আমীর অধ্যক্ষ মাও. আব্দুর রহিম পাটোয়ারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন গণমানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। এটা জামায়াতে ইসলামীর আদর্শিক বিজয়।
আগামীদিনের বাংলাদেশকে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রে পরিণত করতে কুরআন সুন্নাহর আলোকে আলেম ওলামাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি বৈষম্যহীন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেখানে মুসলিম অমুসলিম সকলে ন্যায্য অধিকার ভোগ করতে পারবে। তিনি আরও বলেন, এ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। উন্নত চারিত্রিক গুণাবলির মাধ্যমে জনসেবা করে এ দায়বদ্ধতা থেকে মুক্তি নিতে হবে। এ জন্যে কুরআন হাদিসের দাওয়াতকে কার্যকরভাবে গণমানুষের কাছে পৌঁছানোর গুরুদায়িত্ব আলেমদের ওপর। আপনারা এ দায়িত্ব পালন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার এ সুযোগ কাজে লাগাবেন-- এটাই প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, তালিমুল কুরআন বিভাগের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মীর হোসাইন ও মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটোয়ারী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও. ফখরুল ইসলাম, প্রফেসর আব্দুল হক, মাও. হুমায়ুন কবির, মাও. আনাস বিন ইসলাম, মাও. ইয়াসিন আহমেদ ও মাও. এনামুল হক।
ওলামা বিভাগের সম্মেলনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. মফিজুল ইসলাম। সম্মেলন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাও. আব্দুল মান্নান।