শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:৫৬

মতলবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও আলোচনা সভা

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) চৌদ্দশ' বছর পূর্বে শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন : বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) চৌদ্দশ'  বছর  পূর্বে শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছেন : বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন
রেদওয়ান আহমেদ জাকির

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য, চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন বলেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) চৌদ্দশ' বছর পূর্বে শ্রমিকদের অধিকার সম্পর্কে বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। একমাত্র ইসলামই পারে সকল প্রকার শ্রমের যথার্থ মূল্যায়ন করতে, নিশ্চিত করতে ও শ্রমিক অধিকারকে নিশ্চিত করতে। তিনি আরো বলেন, আসুন আমরা সকলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে একত্রিত হই। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক মর্যাদা এবং শ্রমের ফসল আমরা দেই। সকল শ্রমিকের বিভিন্ন সমস্যা সমাধান করতে আমরা একত্রিত হয়ে কাজ করবো। ইনশাআল্লাহ।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতলব পৌর শাখার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ১০টায় মতলব বাজারের এনএএম টাওয়ারের সম্মুখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মোবিন এ কথাগুলো বলেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতলব পৌর শাখার সভাপতি মো. শরীফ উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মতলব পৌরসভার আমির মো. জসিম উদ্দিন প্রধান, অ্যাসিসটেন্ট সেক্রেটারী মো. মিজানুর রহমান প্রধান, মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ সম্মুখ থেকে শুরু হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রিক্সা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়