বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:৩৭

চাঁদপুরের জিন্নাহ ঢাকায় ছাত্রদের আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে জেল হাজতে

বিশেষ প্রতিনিধি
চাঁদপুরের জিন্নাহ ঢাকায় ছাত্রদের আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে জেল হাজতে
ছবি :এস. মো. আলী জিন্নাহ (৬৭)

চাঁদপুরের জিন্নাহ ঢাকায় ছাত্রদের আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে জেল হাজতে

বিশেষ প্রতিনিধি।।

চাঁদপুর শহরের হাজী মহসীন রোডের বাসিন্দা হিসেবে এস. মো. আলী জিন্নাহ (৬৭) নামে ঢাকায় গ্রেফতার হয়ে এখন জেল হাজতে রয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারী নামে চাঁদপুরের বহুল পরিচিত ঠিকাদার, বাবুরহাটস্থ শারমিন ফিলিং স্টেশনের মালিক ও আওয়ামী লীগ নেতা।

তিনি সোমবার (২৮ এপ্রিল ২০২৫) ঢাকায় গ্রেফতার হয়েছেন বলে চাঁদপুরের পত্রিকাগুলোতে খবর বের হয়। তাকে চাঁদপুরে দায়েরকৃত কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে বলে ধারণা করা হলেও ২০২৪ সালের জুলাই মাসে ঢাকার বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) রাত ১টার দিকে অর্থাৎ সোমবার দিবাগত রাতে।

বাড্ডা থানাধীন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আদালতে দাখিলকৃত পুলিশের কাগজপত্রে দেখা যায়।

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত পুলিশের আবেদনে লিখা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকালে বাড্ডার মধ্য বাড্ডা এলাকায় 'বৈষম্যবিরোধী' আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় সাদা পোশাকধারী অস্ত্রধারীরা পুলিশি সহায়তায় মিছিলে গুলি চালায়। এতে মো. ফাহাদ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন এবং তার বাম চোখের দৃষ্টি হারান।

পুলিশের তদন্তে উঠে এসেছে, এস. মোঃ আলী জিন্নাহ ওই হামলায় সরাসরি জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন দমন করতে সশস্ত্র হামলা পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হবে বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনে এই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে জিন্নাহর অতীত রাজনৈতিক ভূমিকা স্মরণ করে বিস্ময় প্রকাশ করেন, আবার কেউ কেউ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পুলিশ আদালতে জানিয়েছে, জামিনে মুক্তি পেলে জিন্নাহ পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। তাই তাকে জেল হাজতে রাখার আবেদন করা হয়েছে। আদালত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়