প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২২:০৬
শ্রমিককল্যাণ ফেডারেশন পৌর ১১নং ওয়ার্ডের ইফতার মাহফিল
আগামী জাতীয় নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে জনগণ : অ্যাড. মো. শাহজাহান মিয়া

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ ২০২৫) বাদ আসর ট্রাক রোডস্থ দারুস সালাম মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া। তিনি শ্রমিকদের অধিকারের বিভিন্ন দিক এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে শ্রমিককল্যাণ ফেডারেশনের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাসিস্ট পতনোত্তর সময়ে একটি সমৃদ্ধ, শ্রমিকবান্ধব ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোই সময়ের দাবি। আগামী জাতীয় নির্বাচনে জনগণ সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বকে বাছাই করবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড সভাপতি শাহাদাৎ হোসেন মীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলার সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন, সহ-সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ খান, শ্রমিককল্যাণ ফেডারেশনের চাঁদপুর শহর শাখার সভাপতি মো. আব্দুল হাই লাভলু, সহ-সভাপতি মো. ফয়সাল খান, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আল আমিন, চাঁদপুর আলআমিন হাসপাতালের এমডি মো. মামুন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শহর ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।