রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৪:৪৩

অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভেঙ্গে ফেলা হলো শাহরাস্তির আমানিয়া হোটেল

ভেঙ্গে ফেলা হলো শাহরাস্তির আমানিয়া হোটেল
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট ২০২৫) সকাল থেকে উপজেলার পৌর এলাকার প্রসিদ্ধ ঠাকুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। খালের ওপরে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিলো আমানিয়া হোটেল কর্তৃপক্ষ। বিগত সরকারের আমলে পৌর মেয়রের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করে আসছিলো এ হোটেল কর্তৃপক্ষ। বিগত ৫ আগস্টের পর প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিস দেয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। হোটেলটির দখলে থাকা মেহের খোদা খালের ওপর নির্মিত দুটি ভবন উচ্ছেদ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার বলেন, জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এর পূর্বে অবৈধ দখলদারকে নোটিস করা হয়েছে, মাইকিং করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়