প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৮:৩৫
শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের হামলায় কলেজ শিক্ষক গুরুতর আহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে দুর্বৃত্তদের হামলায় তফজ্জুল হোসেন নজরুল (৩৫) নামে এক কলেজ শিক্ষক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের নতুনবাজার থেকে শাপলাবাগ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
|আরো খবর
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নজরুল সিন্দুখান রোডের বাসায় ফেরার পথে শাপলাবাগের রেলওয়ে এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর তারা পাথর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে টাকাপয়সা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার লাইফ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে কর্মরত চিকিৎসকরা তাকে সিলেট পপুলার হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, তিনি খবর পেয়েে এ ঘটনার খোঁজখবর নিয়েছেন। আহত শিক্ষক অভিযোগ এবং প্রয়োজনীয় তথ্য দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।