প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২১:০৯
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চাঁদপুর পৌরসভার সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ

চাঁদপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার (৬ আগস্ট ২০২৫) দুপুরে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. রাজু, পরিষ্কার-পরিচ্ছন্ন শাখার পরিদর্শক মো. শাহজাহান খান প্রমুখ।