প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৫:৪৩
ফরিদগঞ্জে জুলাই-শহিদদের কবরে শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদগঞ্জের জুলাই-শহিদদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদেন করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) ভোর ৬টায় বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের শহিদ আব্দুল কাদির মানিক, বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের শহিদ সাহাদাত হোসেন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়াগাঁও গ্রামের শহিদ আমির হোসেনের কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে । এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ বিন ফারুক ভূঁইয়া, ফরিদগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাইফুল ইসলাম প্রমুখ।