শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২২:০৬

জেলা পূজা পরিষদের বিশেষ কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক
জেলা পূজা পরিষদের বিশেষ কৃতজ্ঞতা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, চাঁদপুরের ডিডিএলজি ও পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, এনএসআইর যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, নৌ পুলিশের পুলিশ সুপার, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ওসি সহ অন্য সকল সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন/প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

তাঁরা এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন চাঁদপুর শহরে পুলিশ, কোস্টগার্ড ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্কাউটস, রেড ক্রিসেন্ট বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে বিসর্জন সম্পন্ন করতে যে সহযোগিতা করেছেন, তা প্রশংসনীয়। উপজেলা নির্বাহী অফিসারগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দসহ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ নৌপুলিশ, আনসার বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ডিজিএফআই , প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটি পুলিশ, যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ, ইসলামী দল ও মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ তথা সম্প্রীতির জেলা চাঁদপুরের সর্বস্তরের জনগণ এবার পূজা উদযাপনে যে সহযোগিতা করেছেন, যা স্মরণকালে বিরল। চাঁদপুর শহরে চাঁদপুর পৌরসভা বিসর্জন স্থানটি সুন্দরভাবে

বিসর্জন-উপযোগী করে আমাদের কৃতার্থ করেছেন।

এবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ চাঁদপুর জেলার আট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

এবারের দুর্গাপূজায় রাষ্ট্রীয় বরাদ্দ (চাল)-এর পাশাপাশি জেলার ২২৪টি মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করে অনন‍্য উদাহরণ স্থাপন করেছেন।

সর্বোপরি জেলার ২২৪টি পূজা মণ্ডপে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পূজা পরিষদ, পৌর পূজা পরিষদ, চাঁদপুর শহরের ১০নং ঘাটের ব্যবসায়ীবৃন্দ, বিদ্যুৎ বিভাগ, পল্লী বিদ্যুৎ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসক, এসপি, সেনা কর্মকর্তাসহ চাঁদপুরবাসী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়