প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭
ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুছ

যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া মাদ্রাসার সামনে থেকে 'জশনে জুলুছ' নামে বর্ণাঢ্য র্যালি বের হয়। কালিমাখচিত পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশাল র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসার মাঠে এসে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
|আরো খবর
ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের নেতৃত্বে এই জশনে জুলুছে অংশ নেন গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রাণ জনতা ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, গাউছিয়া কমিটির নেতা আব্দুল মান্নান মনু ভূঁইয়া, বিল্লাল হোসেন, চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মাওলানা জহিরুল ইসলাম আলকাদেরী, হাফেজ মজিবুল হক আনসারী, মাওলানা আ.ন.ম. শাহজালাল, মাস্টার আছিম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম আলকাদেরী প্রমুখ।
জশনে জুলুছে অংশ নেয়া ধর্মপ্রাণ জনতার মুখে উচ্চারিত হচ্ছিল 'নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ'। হামদ, নাত, দরুদ শরিফও পাঠ করেছিলেন তারা।