শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে কচুক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১১

চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান

সংস্কৃতি অঙ্গন এবং খেলাধুলার কোনো বিকল্প নেই ----শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
সংস্কৃতি অঙ্গন এবং খেলাধুলার কোনো বিকল্প নেই ----শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরে ৮ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) রাতে শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, সংস্কৃতি চর্চা এবং খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সমাজব্যবস্থা যে অবস্থায় গিয়েছে তা থেকে তরুণ-যুবসমাজকে উদ্ধার করতে হলে প্রতিটি পাড়া-মহল্লায় এ ধরনের আয়োজন করা দরকার। আয়োজকদের বলবো, আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের অনুষ্ঠান করবেন। এটি একটি শিল্পচর্চা। তিনি বলেন, এই শিল্পকলা সংস্কার করা হবে। আপনাদের যতো সহযোগিতা লাগে আমি আপনাদের পাশে থাকবো।

সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ-২০২৫-এর আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব পিএম বিল্লালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ-২০২৫-এর প্রধান সমন্বয়কারী অ্যাড. নুরুল হক কমল ও সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ-২০২৫-এর চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম সরকার। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়