বুধবার, ১৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ২১:০০

রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা নাজমা বেগমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
রেলওয়ে কিন্ডারগার্টেনের  সহকারী শিক্ষিকা নাজমা বেগমের  ইন্তেকাল

চাঁদপুর শহরের পালবাজার বকুলতলাস্থ রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা এবং ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম তাজুল ইসলাম ভূঁইয়ার ছোট বোন নাজমা বেগম মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৮ বছর। তার স্বামীর নাম আবুল হোসেন। তার দুটি ছেলে-মেয়ে। মৃত্যুকালে তিনি আত্মীয়স্বজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান। পরিবারের সকলে মরহুমার জন্যে দোয়া চেয়েছেন।

নাজমা বেগমের মৃত্যুতে রেলওয়ে কিন্ডারগার্টেন ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, সহ-সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ মাহমুদা খানম ও উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম সহ সকল শিক্ষক গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার জন্যে সকল স্তরের মানুষের কাছে দোয়াও চেয়েছেন তারা।

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের শোক

নারী সংগঠন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক অনুষ্ঠানে রেলওয়ে কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা মরহুমা নাজমা বেগম নিয়মিত অংশগ্রহণ করতেন। তার এই মৃত্যুতে ক্লাবের সভাপতি ডালিয়া খানম ও সেক্রেটারী ফাহমিদা খান সহ সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়