প্রকাশ : ১০ মে ২০২৫, ২২:১০
চাঁদপুর শহরে খেলাফত মজলিসের দাওয়াতী অভিযান

খেলাফত মজলিসের কেন্দ্রঘোষিত 'দাওয়াত ও গণসংযোগ মাস' উপলক্ষে শনিবার (১০ মে ২০২৫) চাঁদপুর শহরে এক দাওয়াতী অভিযান পরিচালিত হয়। বিকেলে শুরু হওয়া এ কার্যক্রমে চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানসমূহ, বিভিন্ন মার্কেট ও পাড়া-মহল্লায় বিস্তৃত হয়। পথচারী, দোকানদার, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মাঝে ইসলামী আদর্শ এবং খেলাফত মজলিসের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা হয়। দাওয়াতী লিফলেট বিতরণ করা হয় এবং জনগণকে খেলাফতের মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
|আরো খবর
দাওয়াতী অভিযানের নেতৃত্ব দেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল আহমদ। এ সময় তিনি বলেন, খেলাফত মজলিস দেশে ইসলামি আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্যে শান্তিপূর্ণ, গঠনমূলক ও গণমুখী রাজনীতি করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত খেলাফত ব্যবস্থার মাধ্যমেই ন্যায়বিচার, স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ইসলামী আন্দোলনের অন্যতম স্তম্ভ হলো দাওয়াত। তাই এই মাসে আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে সত্যের বার্তা পৌঁছে দিতে চাই। খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ গণসংযোগ, আদর্শিক প্রচার এবং জনসম্পৃক্ততায় বিশ্বাসী। দাওয়াতী অভিযানে আরও উপস্থিত ছিলেন ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও. কবির আহমদ, মাও. সুলতান আহমদ, মাও. রফিকুল ইসলাম প্রমুখ।
খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখা আশা প্রকাশ করে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় ইসলামী রাজনীতির এই নবজাগরণ এগিয়ে যাবে এবং আলোর বার্তা প্রতিটি ঘরে পৌঁছাবে।