শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

হাজীগঞ্জে দুটি হোটেল ও এক বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে দুটি হোটেল ও এক বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে যৌথবাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জের একটি হোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে দুটি হোটেল ও একটি বেকারীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়।

এ সময় সব মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন যৌথবাহিনীর বিশেষ টিম। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা শহরে এ অভিযান চলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবারদ্রব্য তৈরির অপরাধে যথাক্রমে প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিককে ৫০ হাজার টাকা, পচা-বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার কে ১০ হাজার টাকা এবং ক্ষতিকর রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মা মনি ব্রেড এন্ড কনফেকশনারি মালিককে ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সতর্কতা প্রদান করা হয়।

হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর একটি টিম এ অভিযানে সার্বিক সহাযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়