প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৭:৫৬
হাজীগঞ্জে বিএসটিআই'র মোবাইল কোর্টে দু প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

বৈধ সনদ ব্যতীত জ্বালানি তেল বিক্রয়ের অপরাধে এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে হাজীগঞ্জে বিএসটিআই'র মোবাইল কোর্টে দু প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
বুধবার (২ জুলাই ২০২৫) উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা-এর উদ্যোগে হাজীগঞ্জ উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । এতে হাজীগঞ্জ ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিসপেন্সিং ইউনিটসমূহের অনুকূলে বিএসটিআই হতে বৈধ ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' অনুযায়ী বিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে বিএসটিআই-এর মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য উৎপাদন ও বিক্রয় করা করার অপরাধে হাজীগঞ্জের উত্তর রায়চোঁ আর রহমান বেকারীকে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কারখানায় প্রাপ্ত বিপুল পরিমাণ নোংরা-বাসি বিস্কুট ও ব্রেড ধ্বংস করা হয়।
হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট)।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।