সোমবার, ২৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৮:৪৬

পুরাণবাজারে বিএসটিআই'র মোবাইল কোর্টে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে বিএসটিআই'র মোবাইল কোর্টে অর্থদণ্ড

জেলা প্রশাসন, চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার একটি পেট্রোল পাম্পে ও একটি লবণ মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

মোবাইল কোর্ট চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদনের অভিযোগে মেসার্স জনতা সল্ট মিলস, পুরাণবাজার, সদর , চাঁদপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ -এ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে পণ্যের গুণগতমান পরীক্ষার জন্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লবণের নমুনা সংগ্রহ করা হয়।

এরপর মেসার্স ফয়সাল এন্ড কোং, কুমিল্লা রোড, ওয়াপদা গেট, সদর, চাঁদপুর-এর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অকটেন, পেট্রোল ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে সঠিক পাওয়া যায়। জ্বালানি তেলের গুণগত মান যাচাইয়ের জন্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অকটেন ও পেট্রোলের নমুনা সংগ্রহ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুদ রানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চাঁদপুর । প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মো. আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং মো. হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়