প্রকাশ : ১৩ মে ২০২৫, ২২:১৬
শাহরাস্তিতে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ, অব্যবস্থাপনায় বেকারি পরিচালনার দায়ে মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
মঙ্গলবার (১৩ মে ২০২৫) বেলা আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
উপজেলা প্রশাসন জানায়, ঠাকুর বাজার এলাকায় বি-বাড়িয়া ফুড এন্ড বেকারিতে অব্যাবস্থাপনা, বিএসটিআই অনুমোদন ব্যতীত লোগো ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম শাকিল। আইন-শৃঙ্খলায় সহায়তা করে শাহরাস্তি থানা পুলিশ।