প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০:৫৩
রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধন
ফরিদগঞ্জ আগামীদিনের কাণ্ডারী এমএ হান্নানের হাত ধরেই বিএনপি এগিয়ে যাবে : আব্দুল খালেক পাটওয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
|আরো খবর
বুধবার (২ জুলাই ২০২৫) বিকেলে সাহেবগঞ্জ ঈদগাহ মাঠে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন পাটোয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাউসার আহমেদের পরিচালনায় প্রথম অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যেই আগামীর বাংলাদেশ কেমন হবে তা রোপিত আছে। এই ৩১ দফার একটি হলো ফ্যামিলি কার্ড। এদেশের মানুষদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা দিবে বিএনপি। বিএনপির প্রতি মানুষের ভালবাসার কারণেই গত ১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেও বিএনপি টিকে আছে। পক্ষান্তরে ৫ আগস্ট শেখ হাসিনার সাথে তার আওয়ামী লীগের লোকজনও পালিয়ে গেছে। তবে তারা এখন নিজেদের বাঁচাতে বিএনপিতে ভিড়তে চায়। আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, যদি কোনো কারণে একজন আওয়ামী দোসরও আমাদের সদস্য ফরম পূরণ করে, তবে ওই ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের পদ থাকবে না। আমাদের অর্জিত নতুন স্বাধীনতাকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। ফরিদগঞ্জে ধানের শীষের একমাত্র প্রার্থী এমএ হান্নান--এটা আপনারা নিশ্চিত থাকেন। তাই ফরিদগঞ্জে আগামীদিনের কাণ্ডারী এমএ হান্নানের হাত ধরেই বিএনপি এগিয়ে যাবে।
আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, সহ-সভাপতি নুরুন্নবী বিএসসি, যুগ্ম সম্পাদক কামরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার গান, যুবদলের সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম। আলোচনা শেষে নতুন সদস্য ও পুরাতন সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।