প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৯:৪৭
ডিবি পুলিশের হাতে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁদপুর-এর এসআই (নি.) মো. জুয়েল রেজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকাল ৭টায় চাঁদপুর সদর মডেল উপজেলার বাবুরহাট মোড়স্থ রাফি প্লাজার নিচ তলায় আল বারাকা রেস্টুরেন্ট এন্ড সুইটস দোকানের সামনে পাকা রাস্তার ওপর হতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রনি দর্জি (২৮) (পিতা-মৃত বাবুল দর্জি, মাতা-শামসুন্নাহার, সাং-মধ্য বিষ্ণুদী, মিজি বাড়ি, ১৫নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর)। তার হেফাজত হতে এক কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। রনি দর্জির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারার অপরাধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।