প্রকাশ : ২৭ মে ২০২৫, ১৭:৫৭
মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট পাওয়ায় দু ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট পাওয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক ও জেনারেল হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেনারেল হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট পাওয়ায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ সময় মেয়াদোত্তীর্ণ কীট ধ্বংস করা হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং সদর মডেল থানা পুলিশ অভিযানে সার্বিক সহায়তা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।