মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৪:১৮

বিষ্ণুপুরে সরকারি গাছ কর্তন : উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ

জি এম আব্দুল কাদির
বিষ্ণুপুরে সরকারি গাছ কর্তন : উপজেলা  শিক্ষা অফিসার বরাবর অভিযোগ

চাঁদপুর সদর ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড দক্ষিণ বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮৩ সালের দলিলকৃত ৩৩ শতাংশ জায়গার মধ্য ২টি বড় চামুল গাছ, ৪টি মেহগনি গাছ মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হান্নান প্রধানীয়া গং পিতা- মৃত আব্দুল সাত্তার প্রধানীয়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই জোরপূর্বক কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, কর্তনকৃত কয়েকটি গাছ বিক্রিও করে ফেলেছেন অভিযুক্ত ওলানা আব্দুল হান্নান প্রধানীয়া। এ ব্যাপারে গত ২৪ মার্চ উপজেলা শিক্ষা অফিসারের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। যার স্মারক নং-উশিঅ/সদর/চাঁদ /২২/২৪৬। জানা যায়, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ আবদুল হাই অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর প্রয়োজনিয় কাগজপত্র প্রেরন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়