শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১২:৩৪

দ্রুত কাবুল ছাড়তে পারাই মঙ্গলজনক : জো বাইডেন

অনলাইন ডেস্ক
দ্রুত কাবুল ছাড়তে পারাই মঙ্গলজনক : জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যত বেশি সময় থাকবে, ততই আমাদের ওপর আইএসের হামলার প্রবণতা বাড়বে। তাই যত দ্রুত আমরা কাবুল ছাড়তে পারবো, ততই মঙ্গলজনক।’

মঙ্গলবার (২৪ আগস্ট) নিজের বিবৃতিতে বাইডেন আরও বলেন, ‘তালেবান আমাদের লোকদের কাবুল থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তালেবানের কর্মকাণ্ডের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায় তাদেরকে মূল্যায়ন করবে। আমরা তাদের মুখে বলা কথা গ্রহণ করব না।’

পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী আগামী ৩১ আগস্টের মধ্যে কাবুল ছাড়ার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু এখনও জি-৭ ও অন্যান্য দেশের নাগরিক ও মিত্ররা থেকে যাওয়ায় দেরি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। অনেক দেশ থেকে সময় বাড়ানোর আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো কাবুল থেকে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানালেও বাইডেন সেটি কানে তোলেননি বলেই মনে হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সৈন্য, দেশটির নাগরিক ও তাদের অনুগত আফগানদের কাবুল ছাড়ার সময়সীমা আর বাড়াতে রাজি নয় তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায় সেনা প্রত্যাহার কার্যক্রমের সময়সীমা বাড়ানোর আহ্বান জানালেও তাতে সায় দেয়নি তালেবান। ফলে আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে চেষ্টা করছে মার্কিন সেনারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়