প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫
মঞ্চস্থ হয়ে গেলো কলকাতা কৃষ্ণনগর সিনচিয়াং নাটক 'বহ্নিকাল'

আনন্দঘন পরিবেশে দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয়ে গেলো কলকাতা কৃষ্ণনগর সিনচিয়াং নাটক 'বহ্নিকাল'।
|আরো খবর
নাটক-বহ্নিকাল, রচনা ও পরিচালনা-সুশান্ত কুমার হালদার, উপস্থাপিত- কৃষ্ণনগর সিনচিয়াং, মঞ্চের আলো-সুজিত বিশ্বাস, সঙ্গীত-কৌশিক বসু, মঞ্চ নকশা এবং মেকআপ-বিশ্বজিৎ মণ্ডল, পোশাক নকশা-মৌমিতা চৌধুরী।
সারাংশ-১৯০৫।
নাটকের মূল বিষয়বস্তু ছিলো ১৯০৫ সালে লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন। ইতোমধ্যে, স্বাধীনতা সংগ্রামে নতুন প্রজন্ম কংগ্রেসের মধ্যপন্থী আন্দোলনের ওপর আস্থা হারিয়ে বিপ্লবী আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছিলো। সেই সময়, অরবিন্দ ঘোষের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের এক নতুন অধ্যায় রচিত হয়েছিলো।
মুরারি পুকুরের বাগানবাড়িতে বোমা তৈরি করা হয়েছিলো। ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকী যে বোমাটি দিয়ে কিংসফোর্ড সাহেবকে হত্যা করার উদ্দেশ্যে মোজাফফরপুরে পৌঁছেছিলেন। কিন্তু তারা লক্ষ্যভ্রষ্ট হন। ব্রিটিশ পুলিশ যখন অভিযান শুরু করে, তখন সারা বাংলায় চিরুনি তল্লাশি শুরু হয়।

বারীন ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানুনগো, কানাইলাল দত্ত সহ আরও অনেকে একে একে গ্রেপ্তার হন। আলিপুর বোমা মামলা শুরু হয়েছে। বিচারে অরবিন্দ ঘোষ মুক্তি পেলেও, অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়েছে।
স্বাধীনতা সংগ্রামীদের অমর গল্প অবলম্বনে নির্মিত নাটকটি হলো বহ্নিকাল।

কলকাতা কৃষ্ণনগর সিনচিয়াং নাট্য দলকে শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয় সহ সংগঠনের সদস্যবৃন্দ।
ডিসিকে/এমজেডএইচ