শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

২য় বিভাগ ক্রিকেট লীগের সর্বনিম্ন দলীয় রান অঙ্গীকার  ক্রীড়া চক্রের
ক্রীড়া প্রতিবেদক ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের সেমি-ফাইনালের খেলা শেষ হয়েছে রোববার। এ লীগের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমান। লীগে অংশ নিয়েছিলো ৮টি দল।

লীগের প্রথম রাউন্ডে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্র। দলটি এর আগেও ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণ করেছিলো। দলের প্রতিষ্ঠাতা একজন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক। দলটি এবারের লীগে একটি ম্যাচে সবনিম্ন ৭০ রান করেছে, যা চলতি টুর্নামেন্টের দলীয় সবচেয়ে কম স্কোর ।

অঙ্গীকার ক্রীড়া চক্র লীগে ৩টি দলের সাথে ৩টি ম্যাচ খেলেছে। দলটি ৩টি ম্যাচেই পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে। প্রথমে ব্যাটিং করে এবং পরবর্তীতে টার্গেট ম্যাচ খেলতে গিয়ে দলটি বিশাল রানে হারে। দলের অনেক খেলোয়াড়েরই ছিলো লীগে খেলা, নতুন বলে বোলিং করা এবং ব্যাটিং করার অনভিজ্ঞতা।

খেলা পরিচালনাকারী স্কোরার কমিটি সূত্রে জানা যায়, অঙ্গীকার ক্রীড়া চক্র উদ্বোধনী দিনের ২য় ম্যাচে খেলতে নামে শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড দলের সাথে। শেখ কামাল দলটি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে রান করে ২০৩ রান। জবাবে ২০৪ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে অঙ্গীকার ক্রীড়া চক্র। তারা ১৭ ওভার ৫ বলে সবক'টি উইকেট হারিয়ে ৭০ রান করে। শেখ কামালের সাথে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারে। দলটি দ্বিতীয় খেলায় অংশ নেয় চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজের সাথে। অঙ্গীকার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮৬ রান করে। জবাবে চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজ ৬ উইকেট হারিয়ে ৮৭ রান করে। দলটি ৩য় ম্যাচে অংশ নেয় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়রের সাথে। ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে অঙ্গীকার ক্রীড়াচক্র ১২৬ রানে সবক'টি উইকেট হারিয়ে ফেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়