শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

আজিম উল্যাহ হানিফের কবিতা

অনলাইন ডেস্ক
আজিম উল্যাহ হানিফের কবিতা

তুমিও এসো কবিতা শুনতে

গভীর রাত অব্দি লিখলাম দুই ডজনের অধিক কবিতা।

ডজনে ডজনে লেখা পাতা থেকে

বাছাই করে রাখলাম আট দশটা!

কাটাকাটি ঘষামাজা করে বাদ দিলাম আরো কয়েকটা

রেখেছি মাত্র দুটি কবিতা।

তার মধ্যে একটি পাঠাবো পত্রিকায়,

আরেকটি তোমাকে উৎসর্গ করে আবৃত্তি করবো নগর উদ্যানে।

দীর্ঘ কয়েকবছর পর মঞ্চে উঠব যেখানে হাজারো মানুষ থাকবে

রাত জেগে নানান বিষয় লেখা কবিতার স্বার্থকতা ফুটে উঠবে

কবিতা একটি জীবন যন্ত্রণা আরেকটি বেঁচে থাকা।

জীবন যন্ত্রণা নামক লেখা দিয়েছি দেশের

প্রথম সারির পত্রিকার সাহিত্য পাতায়

অন্যটি রেখেছি আবৃত্তির মঞ্চে শুনানোর জন্য-

হাজারো দর্শক স্রোতার মাঝে

পাঠ করবো মনের মাধুরী মিশিয়ে

সেই আসরে তুমিও এসো কবিতা শুনতে...

লালিত স্বপ্ন

মাঝে মাঝে উপলব্ধি হয় যেখানে আছি

আরো ভালো থাকবো একদিন

এভাবেই চিন্তা করতে করতে বয়স তো কম হয়নি

চিন্তাটি যে আমি একা করি তা নয়-

এই চিন্তা সকল মানুষেরই

এখন যে অবস্থায় আছে সবাই-

এক প্রকার ঝিম খিছিয়েই আছে বলা যায়।

কোন একদিন আসবে সুদিন-

সেই প্রত্যাশাই চিরদিনের

লালিত স্বপ্ন মনে-

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়