শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০

নীলাদ্রির কোল ঘেঁষে

দেবদাস কর্মকার
নীলাদ্রির কোল ঘেঁষে

যেন ভাবি নক্ষত্রের দিকে যাই উড়ে

নগর উঠেছে তেতে ভয়ঙ্কর রোদে

ক্রমশ অচেনা হয়ে গেছি আমি,

একটি স্বয়ংক্রিয় সিঁড়ি উঠে যায় দূরে

কতো অচেনা মানুষ নারী পুরুষ থরে থরে

মেঘ থেকে মেঘে আলো থেকে আঁধারে

ক্রমাগত মিশে যায় পৃথিবীর সব পথ।

আমার গন্তব্য নীল রঙে ভরপুর কোনো নদী

যেখানে পাড় ঘেঁষে বৃক্ষরাজি মিঠে রোদ, বন

অরণ্যচারী পাখি শান্ত স্নিগ্ধ স্বপ্ন

মিহি সুতোয় বোনা

নিমীল ক্ষেতের ফসল,

এখোন প্রবল রৌদ্রে নগরী মলিন

জীবন বিষণ্ন সাদা ধূলো মেখে সেজে আছে সঙ

মৃদু ঘাসের উপরে যেন নাচে নটরাজ।

কে চোখ রাঙিয়ে করে শাসন আমাকে

সৃষ্টির গহনে শুধু ভয়, অনুজ্জ্বল কতো দাহ

নীলাদ্রির কোল ঘেঁষে সমুদ্র

লক্ষ লক্ষ যুগ মানুষের রতি বিলাসী ঘোর

অনুভব করি হেঁটে চলি কথা বলি

শুধু সুপক্ক জ্যোৎস্নায় যখনই এসে ধরো হাত

তখন নিবিড় গন্ধে ছোঁয় সরব বাতাস,

হয়তো দেখেছি অথবা দেখিনাই চির বন্ধু

জীবনের আসন্ন বেলায়।

২৭ এপ্রিল ২০২৪, ঢাকা, ১৪ বৈশাখ ১৪৩১, গ্রীষ্মকাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়